“ফের স্বপ্নভঙ্গ নেইমারের জাতীয় দলে ফেরা।”
ইনজুরি থেকে শতভাগ রিকভারি করতে না পারায় আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের । ম্যাচ দুইটি মিস করবেন ব্রাজিলিয়ান পোস্টার বয়।
নেইমার জুনিয়র দীর্ঘ ইনজুরি কাটিয়ে প্রায় দেড় বছর পর ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ফিরেছিলেন। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর গুরুতর চোঁটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান। চোট কাটিয়ে চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকে (লোনে) শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার এবং সেখানে ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন। সান্তোসের হয়ে ৭ ম্যাচে ৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল।
ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে নেইমারও অন্তর্ভুক্ত ছিলো। ব্রাজিল আগামী ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে।
নেইমার জুনিয়র তার ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় বলেন:
” আমার প্রত্যাবর্তনটি খুব কাছাকাছি মনে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে ভারী শার্ট পরে ফিরতে পারব না!এ বিষয়ে আমরা দীর্ঘ কথোপকথন করেছি। সবাই জানে যে আমার ফিরে আসার মহান ইচ্ছা ছিলো। নিজেকে আরও ভালভাবে প্রস্তুত করতে এবং সম্পূর্ণরূপে ইনজুরি মুক্ত থাকতে আমি ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি “
ব্রাজিল স্কোয়াড থেকে নেইমারের বাদ পড়ায় তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ( রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল) তরুণ প্রতিভাবান খেলোয়াড় এন্ড্রিক ফিলিপে।
মাসফিক আহমেদ ইসমাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।
Read More : নেইমারের বার্সায় ফেরা হবে?