একটি ট্রফি, অসংখ্য স্বপ্ন, অগণিত উন্মাদনা— চ্যাম্পিয়ন্স লিগের শেষ অধ্যায় আসতে চলেছে!
প্রত্যেক বছর ফুটবল প্রেমীদের জন্য চ্যাম্পিয়নস লিগ উৎসবের ন্যায় সমতুল্য। বছরের একটি বিরাট সময় ধরেই এটি চলতে থাকে। ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ক্লাবগুলো এতে অংশগ্রহণ করে, তবে একটি মাত্র ক্লাবের হাতেই শিরোপা উঠে আসে।
কিন্তু এ বছর চ্যাম্পিয়নস লিগ 2025 অন্যান্য বছরের চ্যাম্পিয়ন্স লিগের তুলনায় অনেকটাই আলাদা। এ বছর চ্যাম্পিয়নস লিগ একটি নতুন ফরমেটে দেখা দিয়েছে। যেখানে পূর্বের তুলনায় আরো অনেক বেশি ক্লাব এতে অংশগ্রহণ করেছে এবং বেশ কিছু নিয়ম সংযোজিত ও বিয়োজিত হয়েছে। যার কারণে এবারকার চ্যাম্পিয়নস লিগ অনেকটাই উত্তেজনা জাগিয়েছে ভক্তদের মধ্যে।
ফুটবল ভক্তদের কাছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি,লিভারপুল, আটলেটিকো মাদ্রিদ এর মত ক্লাবগুলো বরাবরের মতোই ফেবারেট। কিন্তু এবারকার এই চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ এর নতুন ফরম্যাটে ভক্তদের ফেভারিট ক্লাবগুলোর অবস্থা নাজেহাল করে ছেড়েছে।
শুরুর দিকে প্রথম অবস্থানে থেকে লিভারপুল দুর্দান্ত খেললেও নক আউট পর্বের দ্বিতীয় রাউন্ডে পিএসজি এর কাছে পেনাল্টিতে হেরে বাদ পড়েছে। অন্যদিকে ঠিক একইভাবে পেনাল্টিতে রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে হেরে আটলেটিকো মাদ্রিদ বিদায় নিয়েছেন। আবার ২০২৪ এর বুন্দেসলিগা শিরোপা জয়ী দল বায়ার লেবারকুজেন, বায়ান মিউনিখের কাছে দুটি নকআউট পর্বে মোট ৫-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ কে বিদায় জানিয়েছে।
তবে ভক্তদের মনে আশা যুগিয়ে রেখেছে বার্সেলোনা এবং পিএসজি। এখন পর্যন্ত লামিনে ইয়ামাল এবং রাফিনহা এর দুর্দান্ত পারফরমেন্স বার্সেলোনাকে এবং দেমবেলের হার না মানা মনোভাব পিএসজিকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ শুরুর দিকে বেশ কিছু সুবিধা করতে না পারলেও রাউন্ড অফ সিক্সটিন ও নক আউট পর্বে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে আর বায়ার্ন মিউনিখের হয়ে হ্যারি কেন ও জামাল মুসিয়ালা এর অনবদ্য পারফরমেন্সে ইউরোপের এই জায়ান্ট ক্লাবগুলো চ্যাম্পিয়নস লীগের শিরোপার অন্যতম দাবিদার।
আগামী ৯/১০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, যেখানে রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল, বার্সেলোনা বনাম বুরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ বনাম ইন্টারমিলান এবং পিএসজি বনাম অ্যাস্টন ভিলা পরস্পরের মুখোমুখি হবে।
এখন প্রশ্ন একটাই— নতুন ফরম্যাটের এই চ্যাম্পিয়ন্স লিগে শেষ পর্যন্ত কার হাতে উঠবে শিরোপা? রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা, বার্সেলোনার তরুণ তারকারা,লুইস এনরিকের নতুন পিএসজি,নাকি বায়ার্ন মিউনিখের ধারাবাহিকতা? আগামী ম্যাচগুলোই নির্ধারণ করবে ইউরোপের সেরা ক্লাব। উত্তেজনার পারদ চড়তে থাকুক, ফুটবল ভক্তরা অপেক্ষায়!”
লেখক : মাহতাবুল ইসলাম প্রান্ত ( গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় )
Read More : নেইমার কি ফিরবে বার্সায়?