নেইমারের বার্সায় ফেরা হবে?

সামনের সামার ট্রান্সফারকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। নেইমারের বার্সায় ফেরা গুঞ্জনে নেট দুনিয়া সরগরম। বিশ্ব ফুটবলের ট্রান্সফার জগতের অন্যতম নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো প্রায় প্রতিদিনই নেইমারের ট্রান্সফার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

এদিকে, স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, নেইমারের এজেন্ট তাকে বার্সার পাশাপাশি বায়ার্ন মিউনিখেও অফার করেছেন। নেইমার সেক্ষেত্রে নিজের বেতনের একটি বড় অংশ কমাতে রাজি আছেন বলে জানা গেছে। তাই বলা যায়, পরের মৌসুমে নেইমারের বার্সায় ফেরা বা ইউরোপে ফেরাকে প্রাধান্য দিচ্ছেন।

আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি বিশ্বকাপ আসর। নেইমার নিজেই জানিয়েছেন, এটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই তিনি নিজেকে প্রতিযোগিতামূলক ফুটবলের জন্য সর্বোচ্চ প্রস্তুত করতে চান। গত দুই বছর যদিও একদমই ভালো যায়নি এই ব্রাজিলিয়ান তারকার। ইনজুরি ও অস্ত্রোপচারের কারণে তাকে বেশিরভাগ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে।

বর্তমানে নেইমার আল-হিলালের ব্যর্থ অধ্যায় ভুলে গিয়ে শৈশবের ক্লাব সান্তোসে নতুন উদ্যমে খেলছেন। সান্তোসে ফিরেই নেইমার যেন আগের ছন্দ ফিরে পেয়েছেন। ফুটবল ভক্তরা নেইমারের আগের খেলার ধরণে ফিরে আসায় উচ্ছ্বসিত। নেইমার ইতিমধ্যেই ব্রাজিলিয়ান পাউলিস্তা এ১ লিগে ৬ ম্যাচে ৪ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন, সেই সঙ্গে ৫ ম্যাচে হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

Read More : চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫;কার হাতে উঠছে এবারকার শিরোপা ?

ব্রাজিলিয়ান সুপারস্টার যদি এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে আশা করা যায়, আগামী মৌসুমে আমরা নেইমারকে আবার ইউরোপ মাতাতে দেখতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *